৫০ হাজার শিক্ষককে দেওয়া হবে স্কুটি : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : অষ্টম শ্রেণির পড়ুয়া ও শিক্ষকদের নিয়ে ট্যাব দেওয়া হবে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার তেজপুর কলেজিয়েট মাঠে সাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১৯ হাজার শিক্ষককে আবার ট্যাবলেট দেওয়া হবে। দূরবর্তী শিক্ষকদেরও স্কুটিও দেওয়া হবে। প্রায় ৫০ হাজার শিক্ষককে স্কুটি দেওয়া হবে।

তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তিনি বলেন, আগামী বছর থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরও সাইকেল দেওয়া হবে।

এ বছর আরও ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ১০ বছর পরই শিক্ষকদের বদলি করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, স্কুল একত্রীকরণ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাবে।প্রতি এক কিলোমিটারে একটি বড় স্কুল হবে।

Author

Spread the News