ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের বিশাল সাফল্য

২২ নভেম্বর : ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট বড় সাফল্য পেয়েছে। বরহাইত আসন থেকে ৩৯,৭৯১ ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হারিয়েছেন বিজেপির গামলিয়েল হেমব্রমকে। নির্বাচনটি দু’দফায় অনুষ্ঠিত হয় ১৩ এবং ২০ নভেম্বর। ভোটদানের হার ছিল ৬৭.৭৪ শতাংশ। এবারের লড়াই ছিল মূলত ইন্ডিয়া বনাম এনডিএ জোটের মধ্যে।

ইন্ডিয়া জোটে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), আরজেডি, কংগ্রেস এবং সিপিএম(এল)। এনডিএ জোটে রয়েছে বিজেপি, জেডিইউ, এজেএসইউ এবং এলজেপি।

সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। চলতি বছরের জানুয়ারিতে জমি কেলেঙ্কারির অভিযোগে ইডি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল। এর পরপরই, ইন্ডিয়া জোট অভিযোগ করে যে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করছে। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত, এবং চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হন। কিন্তু হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পাওয়ার পর, চম্পাই বিজেপিতে যোগ দেন।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ঝাড়খণ্ডে মাত্র ২৫টি আসনে জয়ী হয়েছিল। বিপরীতে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট পেয়েছিল ৪৭টি আসন। তবে এবারের নির্বাচনে বুথফেরত সমীক্ষায় এনডিএ এগিয়ে থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু সেই পূর্বাভাস ভুল প্রমাণিত করে ইন্ডিয়া জোটের বিজয় নিশ্চিত হয়েছে।

গত নির্বাচনের মতো এবারও ঝাড়খণ্ডে ‘মোদী-ম্যাজিক’ কাজ করেনি। ইন্ডিয়া জোট তাদের ঐক্যবদ্ধ কৌশল এবং জনমুখী ইস্যুতে ভর করে নির্বাচনে জয়লাভ করেছে। এনডিএ-র বিপরীতে ইন্ডিয়ার এই সাফল্য ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন মোড় আনবে বলে মনে করা হচ্ছে। এই জয় ঝাড়খণ্ডের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে, যেখানে ইন্ডিয়া বনাম এনডিএ লড়াই ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের বিশাল সাফল্য

Author

Spread the News