পাঁচে পাঁচ মিত্রজোট রাজ্যের উপনির্বাচনে

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পাঁচটি আসনই দখল করল মিত্রজোট। ধলাই, সামাগুড়ি, বিহালি, বঙাইগাঁও ও সিদলি কেন্দ্রে উপনির্বাচন হয়। শনিবার ভোট গনণায় তিনটি আসনে বিজেপি প্রার্থী  ও দু’টি আসনে মিত্র দল জয়লাভ করে। বঙাইগাঁও কেন্দ্রে জয়ী হন অগপ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী। সিদলিতে ইউপিপিএল প্রার্থী নির্মলকুমার ব্রহ্ম নির্বাচিত হন। ৩২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। বিহালিতে বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটোয়ার জয়লাভ করেন। ৯হাজার ভোটে জিতেছেন। সামাগুড়ি হাতছাড়া কংগ্রেসের। জয়ী হলেন বিজেপি প্রার্থী দিপ্লুরঞ্জন শর্মা।২৬ হাজার ২০০ ভোটে জয়ী হন তিনি। ধলাইয়ে নয় হাজার ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস।

পাঁচে পাঁচ মিত্রজোট রাজ্যের উপনির্বাচনে

Author

Spread the News