রূপহীহাটে একই পরিবারের তিনজন সহ যুবক হত্যার পেছনে প্রেমের প্রস্তাব, চাঞ্চল্য

রূপহীহাটে একই পরিবারের তিনজন সহ যুবক হত্যার পেছনে প্রেমের প্রস্তাব, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : নগাঁও জেলার রূপহীহাটের গরাজনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে প্রেমজনিত ঘটনার গন্ধ রয়েছে। মৃতদের একই পরিবারের তিনজন এবং আরও এক যুবক মৃত্যু ঘটে। শুক্রবার রাত আটটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন গুণধর সরকার (৫৮), তাঁর স্ত্রী সুরধ্বনি সরকার (৫০) এবং তাঁদের ছোট মেয়ে জয়াস্মিতা সরকার (২৩)। ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের সন্দেহ প্রেমজনিত কারণ রয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। গুণাধর সরকারের বড় মেয়ে নবস্মিতা সরকারের বিয়ের আয়োজন করা হয়। দু’দিন পর বিয়ে থাকায় ঘটনার সময় সে নগাঁও শহরে বিয়ের কেনাকাটা করছিল।

রূপহীহাটে একই পরিবারের তিনজন সহ যুবক হত্যার পেছনে প্রেমের প্রস্তাব, চাঞ্চল্য

জানা যায়, দু’বছর ধরে মৃত যুবক অংশুমান সরকার নবস্মিতা সরকারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। যারদরুন পরিবারে এক অশান্তি চলছিল। বছর আগে নবস্মিতা পরিবার এই যুবকের বিরুদ্ধে থানায় একটি এফআইআরও দায়ের করেছিল পরিবারটি। তাই এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করা বলে সন্দেহ স্থানীয়দের। পুলিশের সঠিক তদন্তে আসল রহস্য বের হবে বলে আশা করছেন স্থানীয়রা। 
ছবি সৌজন্যে নর্থ ইস্ট নাও।

Author

Spread the News