ধলাইয়ে এগিয়ে নীহার, বেশ দূরে নয় কংগ্রেস

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ধলাই উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস। তিনি নবম রাউন্ডে পেয়েছেন ৩৬,৫৯২টি ভোট। কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পান ৩৪,৮৩১। এসইউসিআইর গৌরচন্দ্র দাস ১১০৬, নির্দল প্রার্থী অমলেন্দু দাস পান ২৯৩৮,  দিলীপকুমার ধুবি ৪৪৮, ধীরাজ দাস ২১০, রাজু দাস ৪১৪ ও পরিমল দাস ৩০২। নোটা ৮৯৬টি ভোট পড়েছে।

শেষ খবরে জানা যায়, দশম রাউন্ডে ভোট গণনা বিজেপি প্রার্থী ভোট লাভ করেন ৪৫৯৯৩ এবং কংগ্ৰেছে লাভ করেছে ৪২৫৫৫টি ভোট।

ধলাইয়ে এগিয়ে নীহার, বেশ দূরে নয় কংগ্রেস

Author

Spread the News