শিলচরে তরুণ গগৈর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করল গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের কাছাড় জেলা শাখা। শনিবার দুপুরে শিলচর হাসপাতাল রোডের একটি হোটেলে গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের কাছাড় জেলা কমিটির বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মৃত্যুবার্ষিকী পালন করে। এতে উপস্থিত সদস্যরা প্রথমে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও প্রয়াতের রাজনৈতিক অবদানের কথা বিষয়ে নিজ-নিজ বক্তব্যে তুলে ধরেন।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপঙ্কর মিশ্রা, মকবুল চৌধুরী, সুশান্ত রায়, তাপস দাস, রাজদীপ বণিক, শিবম শীল, রাজেশ পাল, প্রীতম ঘোষ, কুনাল রবিদাস সহ অন্যান্যরা।