গৌরব-ভুপেনের সংঘাতে আজ বিজেপির জয় : অখিল
তিনদিনের সফরসূচি নিয়ে বরাকে রাজর দলের সুপ্রিমো_____
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : কংগ্রেসের অহঙ্কারের জন্য আজ নেতৃত্ব দিচ্ছে বিজেপি। আর গৌরব-ভুপেনের সংঘাতে আজ বিজেপির জয় হয়েছে। শনিবার শিলচরে পা রেখেই এমনটাই বললেন রাইজর দলের সুপ্রিমো তথা শিবসাগর কেন্দের বিধায়ক অখিল গগৈ। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অখিল গগৈ এও বলেন গৌরব গগৈর অহঙ্কারের জন্য এই বৃহৎ আঘাত। বিজেপিকে পরাজিত করার জন্য সব বিরোধী দল একজোট হওয়া ছাড়া বিকল্প পথ নেই বলেন অখিল গৈগ।
তিনদিনের সফরসূচি নিয়ে বরাকে আসেন। এ দিন দুপুর ২টায় শিলচর কুম্ভিরগ্রাম বিমান বন্দরে এসে পৌঁছেন বিধায়ক অখিল গগৈ। সঙ্গে ছিলেন রাইজর দলের কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান। বিমানবন্দরে দলীয় কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন গগৈ। এরপর বিশাল বাইক র্যালির মাধ্যমে অখিল গগৈকে কাছাড় ক্লাবে নিয়ে আসেন দলীয় কর্মকর্তারা।
রবিবার শিলচরে একটি জনসভা এবং যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরদিন সোমবার হাইলাকান্দি জেলায় বিভিন্ন কার্যসূচিতে যোগ দেবেন। এদিন কুম্বিরগ্রাম বিমানবন্দরে অখিল গগৈকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা রাইজর দলের সভাপতি জাবেদ মিয়াঁদাদ লস্কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহির উদ্দিন লস্কর, কাছাড় জেলার সহ সভাপতি দেবজিত দেবনাথ, সাধারণ সম্পাদক রুবেল বড়ভূইয়া, সম্পাদক মিনাল মজুমদার, দিলু লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা।