ধলাইয়ে জয়ী বিজেপি প্রার্থী নীহাররঞ্জন
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : হাড্ডাহাড্ডি লড়াই করে ধলাই আসন দখলে রাখল শাসক দল। ভোট গণনা শেষে ধলাই উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস। তিনি ১০ হাজার অধিক ভোট জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।
বিজেপির সমর্থকরা বিজয়ী উল্লাসে মেতে উঠেন আইএসবিটি চত্বরে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপি সমর্থকরা। এই জয় জনগণের জয় বলে ধলাইবাসীকে উৎসর্গ করেন নীহার। তিনি বলেন, বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ করেছে বলে এই জয়। আগামীদিনে ধলাইয়ের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি।
নীহাররঞ্জন দাস ধলাইবাসীসহ মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী, মন্ত্রী পীযুষ হাজরিকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।