ধলাইয়ে কার ঝুলিতে কত
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ধলাইয়ে বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস পেয়েছেন ৬৯৯৪৫টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের প্রাপ্ত ভোট ৬০৮৪৭টি।
এ দিকে, এসইউসিআই (সি) প্রার্থী গৌরচন্দ্র দাস পেয়েছেন ১৭৩৭, নির্দল প্রার্থী অমলেন্দু দাসের প্রাপ্ত ভোট ৫০৬১। দিলীপকুমার ধুবি ৬৪৯, ধীরাজ দাস ৩৪৪, রাজু দাস ৭১৭ ও পরিমল দাস ৫১১। নোটা ১৫২৮টি ভোট পড়েছে।