প্রেমিকযুগলের নদীতে ঝাঁপ, উদ্ধার প্রত্যক্ষদর্শীদের
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : শিবসাগরের নাজিরায় এক মর্মান্তিক ঘটনা ঘটল। সেতু থেকে এক প্রেমিকযুগল নদীতে ঝাঁপ দিয়েছেন। ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সকালে নাজিরার দিখৌ সেতুতে এ ঘটনাটি ঘটেছে।
নাবালিক প্রেমিক-প্রেমিকা নদীতে ঝাঁপ দেওয়ার সময় দেখতে পান কিছু লোক। সঙ্গে সঙ্গে তারা নদীতে নেমে তাদের উদ্ধার করে।
তাদের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিক-প্রেমিকা নদীতে মরণঝাঁপ দেয়। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন তাদের নদী থেকে উদ্ধার করে বাঁচিয়ে দেন।
বর্তমানে দুজনেই ভালো আছেন। সকাল সকাল এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য, প্রেমিকের ঘর নামতি ও প্রেমিকা হাঁহসরাতের কিশোরী বলে জানা যায়।