শিয়ালটেকের বাজারের সাড়ে তিনশো বিঘা জমি মাফিয়াদের দখলে, সরব
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : কাটিগড়া এলাকার ঐতিহ্যবাহি শিয়ালটেক বাজার এক সময় বরাকনদীর করাল গ্রাসে চলে গেলেও নদীর ভাঙা গড়ার কাজে ফের প্রায় সাড়ে তিনশো বিঘা জমি ফিরিয়ে দিয়েছে। যা সম্পূর্ন খাস জমি। এবার এই বিশাল পরিমান জমি খণ্ড একাংশ ভু-মাফিয়া জবর দখল করে নিয়েছেন। এলাকার গোবাদি পশু চরানোর পর্যন্ত একটুও জমি নেই।
সোমবার কাটিগড়ার ফুলবাড়ি, শিবনারাইনপুর, তারিনিপুর, কালীনগর, শিয়ালটেক ইত্যাদি এলাকার বেশকিছু জনগণ কাটিগড়ার সার্কল অফিসার রবার্ট টুলর এর কাছে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক শিয়ালটেক বাজার এলাকার প্রায় সাড়ে তিনশো বিঘা জমি ভু-মাফিয়ার জবর দখল থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন। তারা এক স্মারকপত্র প্রদান করেন।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।