সিপিএমের জেলা সম্মেলন সম্পন্ন, নয়া সম্পাদক বিদ্যুৎ
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : দু’দিন ব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে সিপিআই (এম) এর ২৪তম কাছাড় জেলা সম্মেলন সম্পন্ন হল। শেষ দিন অর্থাৎ শনিবার প্রতিনিধি সভা ও নয়া জেলা কমিটি গঠন করা হয়। শিলচর গান্ধীভবনে নির্বাচনের মাধ্যমে নয়া কমিটি গঠিত হয়। বিদ্যুৎ দেবকে জেলা সম্পাদক ও ৭জনের সম্পাদক মণ্ডলী নির্বাচিত করে জেলা কমিটি গঠন করা হল। সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন আলোচনা সমালোচনা ও সংশোধনের মাধ্যমে গৃহীত হয়। চা শ্রমিক সমস্যা, জেলার বিভিন্ন স্থানীয় সমস্যা, স্মার্ট মিটার, কৃষি সমস্যা সহ বিভিন্ন বিষয়ে সাতটি প্রস্তাব গৃহীত হয়। আলোচনায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কাছাড় জেলায় আগামী দিনে পার্টির শক্তিশালী ভিত্তিস্থাপনের অঙ্গীকারের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।
উল্লেখ্য, শুক্রবার দুই দিনের সম্মেলন শুরু হয় গান্ধী ভবনে পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন দলের রাজ্য কমিটির সম্পাদক সুপ্রকাশ তালুকদার। দুপুর ২টায় নরসিংটোলা মাঠে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পার্টির পলিটব্যুরো সদস্য মানিক সরকার। বর্ষীয়ান নেতা সমীরণ আচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত প্রকাশ্য সভায় প্রথমে বক্তব্য রাখেন জেলা সম্পাদক দুলাল মিত্র। এরপর সমাবেশের মুখ্য বক্তা মানিক সরকার তাঁর দীর্ঘ বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন।
আগামী ৫-৭ জানুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে সিপিআই(এম) অসম রাজ্য সম্মেলন। এই উপলক্ষে ১৫জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাছাড়া ৫ জানুয়ারি গুয়াহাটিতে বিশাল জনসবাবেশে কাছাড় জেলা থেকে শতাধিক মানুষ যোগ দেবেন।