পাথারকান্দি সৈনিক ক্লাবের লাচিত দিবস পালন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : বীর লাচিতের জন্মজয়ন্তী পাল কর পাথারকান্দি সৈনিক ক্লাবে। যথাযোগ্য মর্যাদায় গোটা অসমের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে ও যথাযোগ্য মর্যাদায় বীর লাচিত বরফুকনের ৪০২ তম জন্মজয়ন্তী পালিত হল। এ উপলক্ষে রবিবার পাথারকান্দি মুণ্ডমালাস্থিত সৈনিক ক্লাব প্রাঙ্গণে লাচিত বরফুকনের স্থায়ী প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়া ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত বিশিষ্টজনেরা
সৈনিক ক্লাবের পক্ষে অনুষ্ঠানের মুখ্য উদ্দ্যোক্তা বিশ্বজিৎ সিংহ তাঁর বক্তব্যে বীর লাচিতের বীরত্ব, দেশপ্রেম দেশের জন্য সর্বস্ব ত্যাগ সহ মোঘলদের সঙ্গে বিজয়ী হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি এদিন এই মহান ব্যাক্তিত্বের আদর্শ সমস্ত দেশজুড়ে প্রচার করতে এবং নব প্রজন্মকে তাঁর পথ অনুসরণ করতে পরামর্শ দেন। উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার সম্পাদক অধীর দাস, আঞ্চলিক সদস্য বিদ্যাসাগর যাদব, শিক্ষাবিদ মুন্নালাল গোয়ালা, সাংষ্কৃতিক মহা সংগ্রামের সদস্য ধনঞ্জয় চৌধুরী, অনিল সিংহ, ব্রজ কুমার সিনহা, শ্যামল সিনহা, বিক্রম সিনহা, রাজীব সিনহা প্রমুখ।