কাছাড়ে মহাসমারোহে পালিত লাচিত দিবস
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা কমিশনার কার্যালয়ে মহাসমারোহে পালিত হল লাচিত দিবস। আহোম সেনাপতি বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়। মোগল আক্রমণের বিরুদ্ধে অসমের সার্বভৌমত্ব রক্ষায় লাচিত বরফুকনের অবিস্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাড় জেলার জেলা কমিশনার মৃদুল যাদব। তিনি এক আবেগঘন বক্তব্যে লাচিত বরফুকনের উত্তরাধিকার ও অবদানকে স্মরণ করে বলেন, “বীর লাচিত বরফুকন হলেন দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক। শরাইঘাটের যুদ্ধে তাঁর বীরত্ব শুধু অসমের ইতিহাসেই নয়, গোটা জাতির জন্যই এক চিরন্তন প্রেরণা। আজ আমরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর আদর্শকে গ্রহণ করে সাহস, সততা ও ঐক্যের ভিত্তিতে সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি নিচ্ছি।”
অনুষ্ঠানের সূচনা হয় লাচিত বরফুকনের মূর্তিতে মাল্যদান করে। জেলা কমিশনার মৃদুল যাদব এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং প্রশাসনিক কর্মচারীগন বীর সেনাপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের পরিবেশ ছিল গম্ভীর ও আবেগঘন, যেখানে উপস্থিত সকলে লাচিত বরফুকনের অসামান্য অবদানের স্মৃতিচারণ করেন।
লাচিত বরফুকনের কৌশলগত দক্ষতা এবং তাঁর অনমনীয় অঙ্গীকারের কথা বারবার উঠে আসে আলোচনায়। অনুষ্ঠানের শেষে সমাজের সকলকে আহ্বান জানানো হয়, লাচিত বরফুকনের আদর্শ অনুসরণ করে ঐক্য, সাহস এবং সেবার মূল্যবোধকে রক্ষা করতে। এই লাচিত দিবস উদযাপন শুধু ইতিহাস স্মরণ নয়, বরং গর্ব ও দেশপ্রেমের আবেগকে পুনরুজ্জীবিত করার এক অনন্য প্রয়াস।