ধামাইল উৎসব আয়োজন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক

এবারের ধামাইল উৎসব হবে বরাক ভিত্তিক : অনুপ কুমার

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : বরাক উপত্যকায় লোক সংস্কৃতির প্রচার, প্রসার ও সংরক্ষণ নিয়ে নিরলস ভাবে কাজ করা সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামাইল উৎসব ও ধামাইল কন্যা প্রতিযোগিতা। শিলচর শিশু উদ্যানে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর উক্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে রবিবার সংস্থার সভাপতি ডঃ অনুপ কুমার রায়ের রাধামাধব রোডের বাসভবনে সম্মিলিত লোকমঞ্চের তরফে আয়োজিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিন লোকমঞ্চের সভাপতি ডঃ অনুপ কুমার রায় বলেন, এবারের ধামাইল উৎসব হবে বরাক ভিত্তিক। আমরা এবিষয়ে একটি চূড়ান্ত রূপরেখা তৈরী করেছি। তিন জেলা থেকেই প্রতিযোগীরা এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে একজন করে কনভেনর মনোনীত করে আমরা বিভিন্ন সাব কমিটি গঠন করেছি। মঞ্চ সজ্জার জন্য ভাস্কর দাস, অভ্যর্থনা কমিটির জন্য সুপ্রদীপ দত্তরায় ও সদস্য অঙ্কিতা ভট্টাচাৰ্য, মঙ্গলা নাথ, মনিমিতা গোস্বামী, গৌতম সিনহা ও গৌরীশঙ্কর নাথ, প্রতিযোগিতা কমিটির জন্য দীপক নাথ ও শিপ্রা দাস, ফুড কমিটিতে কানাইলাল দাস ও সুমনা দাস, প্রচার কমিটির কনভেনর হিসাবে কমলেশ দাশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ধামাইল উৎসব আয়োজন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক

এদিকে সংস্থার সম্পাদক ভাস্কর দাস জানান দুদিবসীয় ধামাইল উৎসবে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ জৈষ্ঠ্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে। তিনি জানান আমরা চাই বরাক উপত্যকার ঐতিহ্য লোক সংস্কৃতির অঙ্গ ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস বলেন, বিগত বছরের ন্যায় এবছরও আমরা ধামাইল উৎসবের আয়োজন করেছি এবং তার উদ্দেশ্য একটাই ধামাইলকে আন্তর্জাতিক আঙ্গিনায় নিয়ে যাওয়া। তিনি তারজন্য আপামর বরাকবাসীর সহযোগিতা কামনা করেছেন। 

ধামাইল উৎসব আয়োজন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক

সংস্থার উপ-সভাপতি সুপ্রদীপ দত্তরায় বলেন, ধামাইল উৎসবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে স্মারক সম্মাননা, শংসাপত্র সহ নগদ সাত হাজার, পাঁচ হাজার ও তিন হাজার টাকা অর্থরাশি প্রদান করা হবে। তাছাড়া ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য প্রতিটি দল থেকে দুজন করে প্রতিযোগী অংশগ্রহণ করবে। ধামাইল কন্যা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে স্মারক সম্মাননা, শংসাপত্র ও নগদ পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকার অর্থরাশি প্রদান করা হবে। সংস্থার বরিষ্ঠ সদস্যা স্মৃতি দাস বলেন ধামাইল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের বয়স নূন্যতম বারো বছর ও ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের বয়সের উর্দ্ধসীমা পঁচিশ বছর হতে হবে। 

এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার বরিষ্ঠ সদস্য দীপক নাথ, প্রচার সম্পাদক কমলেশ দাশ, কোষাধ্যক্ষ ঝিমলি নাথ, যুগ্ম সম্পাদক অংকিতা ভট্টাচার্য, সহ সাংস্কৃতিক সম্পাদক মনিমিতা গোস্বামী সহ অন্যান্যরা। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন সংস্থার প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

Author

Spread the News