সাজু সহ বিজেপি-ইউডিএফকে আক্রমণ, সমালোচনা কংগ্রেসেরও অখিলের

সাজু সহ বিজেপি-ইউডিএফকে আক্রমণ, সমালোচনা কংগ্রেসেরও অখিলের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : বিজেপি- ইউডিএফ-কে একহাত নিয়ে অখিল গগৈ বলেন নয়া অসম গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছে রাইজর দল। রবিবার শিলচর অন্নপূর্ণা ঘাটের নবনির্মিত সেতুর নীচে অর্থাৎ দুধপাতিলে যোগদান কর্মসূচি সভা অংশ নেন তিনি। অওগদান উপলক্ষে আয়োজিত সভায়   রাইজর দলের সভাপতি অখিল গগৈ বক্তব্যে বিজেপি-ইউডিএফ-কে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বলে অভিহিত করেন। সমালোচনা করেন কংগ্রেসেরও। সভায় বিশেষভাবে আক্রমণ করেন সোনাইর এআইইউডিএফ বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে। বললেন “জাত দালাল”। করিম উদ্দিনের রাজনীতিকে বরাকের জলে বিসর্জন দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নয়া অসম গঠনের স্বপ্ন নিয়ে রাইজর দল রাজ্যজুড়ে কাজ করে যাচ্ছে। বিজেপির নীতি বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কাছাড়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। কাছাড়ের প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাইজর দলের বার্তা ছড়িয়ে আসন্ন পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বলেন। বর্তমান মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্য থেকে বিতাড়িত করাই দলের মূল লক্ষ্য বলে পরিস্কার জানিয়েছেন তিনি। বলেন, মূল্যবৃদ্ধি রোধ করার কথা বলে বিজেপি ক্ষমতায় আসলেও দিনের পর দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ডিজেল ও পেট্রোল সহ যাবতীয় ইন্ধনের দাম বাড়ানোর দরুন বাজারে সামগ্রীর

সাজু সহ বিজেপি-ইউডিএফকে আক্রমণ, সমালোচনা কংগ্রেসেরও অখিলের

মূল্যবৃদ্ধি ঘটছে। শুধু তাই নয় সুপারি সিন্ডিকেট অব্যাহত রেখে বর্তমান মুখ্যমন্ত্রী বরাকে স্থানীয় সুপারির ব্যবসা বন্ধ রেখেছে। বেকার সমস্যা, ডি-ভোটার, বেহাল রাস্তাঘাট ইত্যাদি বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে রাজ্য থেকে বিজেপিকে বিসর্জন দেওয়ার পাশাপাশি নতুন অসম গঠনের স্বপ্ন রাইজর দলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অখিল গগৈর হাত শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর, সহসভাপতি দেবজিৎ দেবনাথ, সাধারণ সম্পাদক রুবেল বড়ভূইয়া, সহসম্পাদক খালেদ মাঝারভূইয়া, উপদেষ্টা দিলু লস্কর, উধারবন্দ ব্লক কমিটির সভাপতি সকিল আহমেদ বড়ভূইয়া, জেলা সম্পাদক মৃণাল মজুমদার প্রমুখ।

Author

Spread the News