দল থেকে বহিষ্কার বিধায়ক জাকির

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্করকে এআইইউডিএফ থেকে বহিষ্কার করা হল। তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কার্যকরী কমিটির এই সিদ্ধান্ত নেয়। দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক এবং আইনসভা দলের নেতা হাফিজ বশির আহমেদ কাসিমি স্বাক্ষরিত একটি চিঠিতে, বিধায়ক জাকির হুসেন লস্করকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক সিদ্দিক আলি ঠাকুরিয়া এক বিবৃতিতে বলেছেন, দল বিধায়ক জাকির হুসেন লস্করকে XIV(i)(d) এবং XVIII(A)(iii) ধারায় ছয় বছরের জন্য বহিষ্কার করেছে।

দল থেকে বহিষ্কার বিধায়ক জাকির

Author

Spread the News