ধলাই উপনির্বাচনে অন্তর্ঘাত, কমিটি গঠন কংগ্রেসের

ধলাই উপনির্বাচনে অন্তর্ঘাত, কমিটি গঠন কংগ্রেসের

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : ধলাই উপনির্বাচনে অন্তর্ঘাতের সন্দেহে পাঁচজনের একটি তদন্ত কমিটি গঠন করল কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে কারণ আগের ব্যবধানে অনেক ভোট বেড়েছে কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য মন্ত্রীরা এসে প্রকাশ্য সভায় টাকা বিতরণ করেন এবং ধলাই ব্যবসায়ী সহ অঙ্গনওয়াড়ি কর্মীদের ধমকানো হয়েছে অভিযোগ তুলেন। বিজেপির প্রার্থীকে ভোট না দিলে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এমন হুমকিও দেওয়া হয়েছে এমনটাই বললেন অভিজিৎ পাল। দলে থেকে কোন ধরনের দল বিরোধী কাজ ধরা পড়লে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সভাপতি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সুজন দত্ত, সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হুসেন বড়ভূইয়া, জাবেদ আক্তার লস্কর, আনোয়ার হোসেন, জন্মজয় চৌধুরী, তাহির আহমেদ সহ কংগ্রেস কর্মীরা।

Author

Spread the News