আইনজীবী ধ্রুবকুমার সাহার তিনটি বইয়ের উন্মোচন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : আইনজীবী ধ্রুবকুমার সাহার লেখা ‘দ্যা গ্রেট লেক্সমিজ অ্যাণ্ড ফিলোসপি অব বেঙ্গলিজ’ ‘জীবন বন্দনা’ এবং ‘প্রাণের মুক্তধারা দ্বিতীয় খণ্ড’ তিনটি বই রবিবার সন্ধ্যায় শিলচর রাঙ্গিরখাড়িস্থিত শ্যামসুন্দরী অ্যাপার্টমেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। এতে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক অতীন দাশ, নাগরিক সুরক্ষা সমিতির সভাপতি হরিদাস দত্ত, অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা প্রাক্তন সাংসদ কমলেন্দু ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দুলাল মিত্র, শিলচর উইমেন্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সুদেষ্ণা ভট্টাচার্য প্রমুখ।
এদিন অনুষ্ঠানের সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।দেবযানী ভট্টাচার্য অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন। স্বাগত বক্তব্যে লেখক ধ্রুবকুমার সাহা বলেন, বই পড়া প্রত্যেকজনের কর্তব্য, কিন্তু বর্তমান দিনে বইয়ের গুরুত্ব কিছু কমে আসছে বর্তমান প্রজন্মের কাছে। কবি-সাংবাদিক অতীন দাশ বলেন, বইয়ের গুরুত্ব পৃথিবীর বড় – বড় বৃত্তশালী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জ্ঞান অর্জন করার উপাদান, বই পড়লে আমরা খুঁজে পাই অনেক গুলো পৃথিবীর অনেক গুলো অজানা তথ্য ও সঠিক জ্ঞান, সেই জ্ঞান আমরা মোবাইল বা ইন্টারনেটে পাই না। আগামী প্রজন্মকে বই পড়ার অভ্যাস বাড়ানোর পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত আইনজীবী তথা লেখক ধর্মানন্দ দেব, কিশোর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ সহ অন্যান্যরা।