বিধায়কের নেতৃত্বে গান্ধী জয়ন্তীতে নেশা বিরোধী বিশাল র‍্যালি সোনাইয়ে

বিধায়কের নেতৃত্বে গান্ধী জয়ন্তীতে নেশা বিরোধী বিশাল র‍্যালি সোনাইয়ে

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : সমাজ থেকে নেশা ও মাদক উৎখাত করতে মাঠে নামলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। বুধবার গান্ধী জয়ন্তীর সকালে হাজার হাজার লোক নিয়ে নেশা বিরোধী এক শোভাযাত্রা বের করেন বিধায়ক। সকাল ৭  সাতটায় সোনাই শহরের বারহালি পয়েন্ট থেকে শুরু হয় শোভাযাত্রার এই বিশাল মিছিল। হাতে প্লেকার্ড নিয়ে নেশা নির্মূলের লক্ষ্যে পায়ে হেঁটে সোনাই ফুটবল মাঠে গিয়ে সমাপ্তি হয় শোভাযাত্রাটি।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, নেশা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক সেবন করে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছেন। তাই নেশা মুক্ত সমাজ গড়তে তিনি প্রয়াস শুরু করেছেন। আজ শোভাযাত্রা করে সচেতনতার মাধ্যমে নেশা বিরোধী অভিযানে নামা হয়েছে। আগামীতে ঘরে ঘরে গিয়ে তিনি নেশা বিরোধী অভিযান চালাবেন বলে জানান তিনি।

বিধায়কের নেতৃত্বে গান্ধী জয়ন্তীতে নেশা বিরোধী বিশাল র‍্যালি সোনাইয়ে

এদিন পুরুষ-মহিলা, ছাত্রছাত্রী, বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিধায়কের ডাকা নেশা বিরোধী শোভাযাত্রায় সামিল হন। সমাপ্তি অনুষ্ঠানে নেশার সচেতনতা নিয়ে এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক মজুমদার, অধ্যাপক আফসর হোসেন লস্কর সহ অন্যান্যরা।

বিধায়কের নেতৃত্বে গান্ধী জয়ন্তীতে নেশা বিরোধী বিশাল র‍্যালি সোনাইয়ে

Author

Spread the News