শরৎচন্দ্র প্রার্থীব মানবতাবাদের প্রবক্তা ছিলেন : তুষার

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শরৎচন্দ্র প্রার্থীব মানবতাবাদের প্রবক্তা ছিলেন। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিলচর গান্ধীভবনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন এআইডিএসও’র প্রাক্তন রাজ্য সম্পাদক তুষার পুরকায়স্থ। শুক্রবার সন্ধ্যায় চার সংগঠন এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমল যৌথ ভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এআইএমএসএস এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলির সভাপতিত্ব আলোচনা সভায় শরৎচন্দ্রের সাহিত্য চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন পুরকায়স্থ। তিনি ইউরোপ ও ভারতের নবজাগরণ আন্দোলনের ধারাবাহিকতায় শরৎচন্দ্রের সাহিত্য সৃষ্টির প্রাসঙ্গিকতা প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন। তিনি বলেন, শরৎচন্দ্রের রচিত ‘পথের দাবী’ উপন্যাসে স্বাধীনতার আসল উদ্দেশ্য যে ধনীক শ্রেণির শাসন থেকে ভারতবাসীকে মুক্ত করা তা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছিল। ঠিক তেমনি ধর্মীয় কূপমণ্ডূকতা, কুসংস্কার সমাজ জীবনে কিভাবে সুন্দর মানবিক সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়ায় তাঁর বিভিন্ন রচনায় ফুটে উঠেছে। তিনি শরৎচন্দ্রের রচনাবলী ছাত্র, যুবদের গভীরভাবে অধ্যয়ন করতে আহ্বান জানান।

শরৎচন্দ্র প্রার্থীব মানবতাবাদের প্রবক্তা ছিলেন : তুষার
সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন, নিচে মহেশ নাটকের শিল্পীরা ও পাশে বক্তব্য রাখছেন বিজিত সিংহ।

এ দিন সভার উদ্দেশ্য ব্যখ্যা করে বক্তব্য রাখেন এআইডিওয়াইও’র জেলা সম্পাদক বিজিতকুমার সিংহ।  আলোচনা শেষে আয়োজিত হয় নৃত্যালেখ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, নাটক ইত্যাদি। একক সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দী ও কৃষ্ণা দে। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী রাজীব ভট্টাচার্য। এছাড়াও সঙ্গীতাঞ্জলী শিল্পী গোষ্ঠী দ্বারা পরিবেশিত হয় সমবেত নৃত্য। এআইডিএসও’র পক্ষ থেকে সমবেত সঙ্গীত ও ‘মহেশ’ নাটক মঞ্চস্থ করা হয়।

Author

Spread the News