স্মার্ট মিটার বাতিলের দাবিতে গ্রাহক সমাবেশ ও গণ মিছিল শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণ মিছিলের আয়োজন করল “অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোর্ডিনেশন কমিটি। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করেন।

বক্তব্যে কমিটির কর্মকর্তারা বলেন, স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গ্রাহকদের ঘরে ঘরে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে। ফলে পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ রাজ্যের জনগণের। কিন্তু অসম সরকার ও এপিডিসিএল কর্তৃপক্ষ তা মানতে নারাজ। বরং মানুষের ঘাড়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে স্মার্ট মিটার।বর্তমানে বিদ্যুৎ উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আগে থেকেই বৃহৎ পুঁজিপতিদের মালিকানায় চলে গেছে। বিদ্যুৎ আইন ২০০৩ এর বিভিন্ন ধারা সংশোধন করে বিদ্যুৎ বিল ২০২২ লোকসভায় উত্থাপন করে আইন প্রণয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। কিন্তু দেশে বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মী সহ শ্রমিক, কৃষকদের বৃহত্তর স্বার্থে তীব্র আন্দোলন গড়ে তোলার ফলে বিলটি যদিও আইনে রূপান্তরিত করতে পারেনি বর্তমান সরকার। কিন্তু এরপরও সরকার স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে নানা সমস্যার সৃষ্টি করেছে। ফলে কমিটি স্মার্ট মিটার বসানো সম্পূর্ণ বন্ধ করা, ঘরে ঘরে পুনরায় পুরোনো ডিজিটাল মিটার বসানোর ব্যবস্থা করা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারিকরণের অপচেষ্টা বন্ধ করা, ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি থেকে বিরত থাকা সহ অন্যান্য দাবিতে মিছিল বের করে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে মিছিলটি শেষ হয়।

স্মার্ট মিটার বাতিলের দাবিতে গ্রাহক সমাবেশ ও গণ মিছিল শিলচরে
স্মার্ট মিটার বাতিলের দাবিতে গ্রাহক সমাবেশ ও গণ মিছিল শিলচরে

Author

Spread the News