করিমগঞ্জেও অরুণোদয় ৩.০ এর সূচনা

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও বৃহস্পতিবার অরুণোদয় ৩.০ এর সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার চারটি বিধানসভা কেন্দ্র উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি ও রামকৃষ্ণ নগর বিধানসভা কেন্দ্রে অরুণোদয় ৩.০ এর সূচনা করা হয়। এতে ওই দিন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠান নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে সমগ্র রাজ্যে ওই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান এবং এর সঙ্গে নতুন রেশন কার্ড প্রদান কার্যসূচি সূচনার সরাসরি সম্প্রচার দেখানো হয়।

করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, উপ পৌরপতি সুখেন্দু দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যী, অগপ জেলা সভাপতি মুজাক্কির হোসেন তাপাদার, ডিডিসি দীপক জিডুং, চক্র আধিকারিক জয় ক্রিস্টিনা এনগামলাই প্রমূখ। পাশাপাশি অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জ বিধান সভা কেন্দ্রের বিভিন্ন স্থান থেকে আগত যোগ্য মহিলা হিতাধিকারী, দিবাঙ্গ হিতাধিকারী ও অন্যান্যরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয় যে অরুণোদয় ৩.০ এর অধীনে সুবিধা গ্রহণের জন্য নতুন হিতাধিকারীদের আধার সংযোগ করে রেশন কার্ড প্রদান করা হবে, এই রেশন কার্ড প্রদান প্রক্রিয়া আগামী নভেম্বর মাসের সমাপ্ত করে তারপর অরুণোদয় ৩.০ এর অধীনে সুবিধা গ্রহণের জন্য যোগ্য মহিলা, তৃতীয় লিঙ্গের ও দিব্যাঙ্গ জনের কাছ থেকে আবেদন গ্রহণ করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে আবেদনের জন্য যোগ্যরা হচ্ছেন – ৪৫ বছরের  ঊর্ধ্বের অবিবাহিতা, ডিভোর্সি ও পরিত্যক্ত মহিলা। তৃতীয় লিঙ্গের ব্যক্তি। দিব্যঙ্গ অধিকার আইন ২০১৬ অনুযায়ী লিঙ্গ নির্বিশেষে সকল দিব্যাঙ্গ ব্যক্তি। বৃদ্ধাশ্রমে বসবাসকারী সরকারি পঞ্জীয়নভুক্ত বৃদ্ধা ও দুর্বল মহিলা। যে পরিবারের মুখ্য উপার্জনকারী ব্যক্তি যিনি ষাট বছরের ঊর্ধ্বের দিব্যঙ্গ বা বৃদ্ধ তেমন পরিবারের মহিলা। সেই পরিবারের মহিলা যেখানে কোন সদস্য এইচআইভি, থ্যালাসেমিয়া হিমোফিলিয়া, সেরিব্রাল পালসি, কুষ্ঠ, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত। আশ্রয়হীন পরিবারের মহিলা। ভিক্ষে করা নিঃস্ব মহিলা। অন্ত্যোদয় অন্ন যোজনার মহিলা সুবিধাতা প্রাপক। সেই পরিবারের মহিলা যে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম। এতে বৈধ আধার সংলগ্ন রেশন কার্ড বাধ্যতামূলক। এতে আরও জানানো হয়েছে প্রকল্পটি শুধুমাত্র অসমে বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য, ১৮ বছরের ঊর্ধের যোগ্য মহিলা বা দিব্যাঙ্গজন মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অরুণোদয় ৩.০ এর অধীনে বর্তমান সুবিধা প্রাপকরাও নতুন করে আবেদন করতে হবে বলে জানানো হয়।

করিমগঞ্জেও অরুণোদয় ৩.০ এর সূচনা
করিমগঞ্জেও অরুণোদয় ৩.০ এর সূচনা

Author

Spread the News