সোনাইয়ে অরুণোদয়ের সূচনা অনুষ্ঠানে মহিলাদের ভিড়
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : সোনাইয়েও সূচনা হল অরুণোদয় ৩.০। বৃহস্পতিবার সোনাই মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ ভিডিও-র মাধ্যমে সম্প্রচার করে অরুণোদয় ও রেশনকার্ড মেলার সূচনা করা হয়। পরে সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাসের পৌরহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অরুনোদয় ও রেশনকার্ডের সরকারি পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন এডিসি ধ্রুবজ্যোতি হাজরিকা। এছাড়া বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বেঙ্গলি উন্নয়ন পরিষদের সদস্য রুপম সাহা প্রমুখ।
মঞ্চে উপস্থিত ছিলেন সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম, পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ভজন সেন, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমৃত হানসে, ওয়ার্ড কমিশনারবৃদ্ধ যথাক্রমে নূর আহমেদ বড়ভূইয়া, বিভাশিস রায়, দিপুকুমার দাস, ওয়ার্ড কমিশনারের দুই প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, আনসারুল হক লস্কর ও খিজির আহমেদ চৌধুরী, প্রবীণ নাগরিক মনিলাল ধর, ব্যবসায়ী রামেশ্বর শর্মা, দীপাংশু দাস, হামিদুল ইসলাম লস্কর, লায়া সিংহ সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে অরুণোদয় ফরম নিতে উপচে ভিড় পরিলক্ষিত হয় মহিলাদের। তীব্র দাবদাহকে উপেক্ষা করে সহস্রাধিক মহিলারা উপস্থিত হন।