শিলচর ও লক্ষীপুরে অরুণোদয় ৩.০ এর সূচনা

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : রাজ্যের সঙ্গে শিলচর ও লক্ষীপুরেও বৃহস্পতিবার অরুণোদয় ৩.০ প্রকল্পের সূচনা হলো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়েলি ভাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর অঙ্গ হিসেবে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে অরুণোদয় ও রেশন কার্ড সুবিধাপ্রাপকদের নিয়ে সভা আয়োজন করা হয়। এই সভায় ৫০০০ হাজারেরও অধিক সুবিধাপ্রাপক অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এডিসি অভ্রজিত চক্রবর্তী, সঞ্জয় রায় সাপ্লাই ইন্সপেক্টর, প্রাক্তন জেডপিসি সহ বিজেপি কর্মীরা।

বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, ১৯ লক্ষের অধিক হিতকারীদের মধ্যে নুতন রেশন কার্ড প্রধান করা হবে তা সহ বিজেপি সরকার সব সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবেন এবং মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

শিলচর ও লক্ষীপুরে অরুণোদয় ৩.০ এর সূচনা
শিলচরে বক্তব্য রাখছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

এ দিকে, এরই অঙ্গ হিসাবে লক্ষীপুরেও শুরু হয়। লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষীপুর পুরসভার সভাপতি মৃনালকান্তি দাস, মণিপুরী ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারপার্সন রিনা সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিধায়ক বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন, অরুণোদয় পাওয়ার ক্ষেত্রে কেউ একটাকাও দেবেন না। পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। অরুণোদয় প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিলচর ও লক্ষীপুরে অরুণোদয় ৩.০ এর সূচনা

অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনের জন্য বিধবা, অবিবাহিত, ডিভোর্সি ও পরিত্যাক্ত মহিলা সহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং দিব্যাঙ্গরা আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য রেশন কার্ড থাকতে হবে। যাদের রেশন কার্ড নেই তাদেরকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়, বিডিও কার্যালয় এবং শহরের ক্ষেত্রে পুরসভা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিলচর ও লক্ষীপুরে অরুণোদয় ৩.০ এর সূচনা

উল্লেখ্য, অরুণোদয় ৩.০ খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বৃহস্পতিবার ১৯, ৯২, ১৬৭ জন নুতন হিতাধিকারী সংযোজন প্রক্রিয়ার ভার্চুয়াল সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Author

Spread the News