দুর্গাপুজোয় সরকারি ৫০ হাজার অনুদানের দাবি বাঙালি নবনির্মাণ সেনার

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : দুর্গাপূজার জন্য সরকারি ৫০ হাজার অনুদানের দাবি জানাল বাঙালি নবনির্মাণ সেনা। শনিবার এ দাবি জানিয়ে জেলা আয়ুক্তের মারফতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক স্মারকপত্র প্রদান করেন। এই স্মারকপত্রে তাঁরা  মুখ্যমন্ত্রীকে দুর্গাপূজার জন্য অসমের প্রতিটি স্থাপিত মন্দির ও রেজিস্টার্ড ক্লাবকে ৫০ হাজার টাকা সরকারি অনুদানের দাবি পেশ করেন। বিগত কয়েক বছর থেকে বিএনএস এই দাবি উত্থাপন করে আসছে।  গতবছর মাত্র ১০ হাজার করে অনুদান সরকার অনুমোদন করেন এর জন্য বিএনএস সাময়িক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।

দাবি মতো ৫০ হাজার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজদীপ ভট্টাচার্য বলেন, অসম সরকার বিহুমঞ্চ গুলোকে যদি পঞ্চাশ থেকে দেড় লাখ পর্যন্ত অনুদান দিতে পারেন তাহলে অসমে এক তৃতীয়াংশ বাঙালির জাতীয় উৎসবে কেন দিতে নারাজ !

ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন, এই দাবি অনেক পুরোনো দাবি বিএনএস এর ও সর্বপ্রথম উত্থাপন করে বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে আর যতদিন পর্যন্ত ৫০ হাজার দেওয়া হবে না ততদিন পর্যন্ত এই অধিকারের লড়াই চলতেই থাকবে। স্বপন দেব বলেন অসমের নব্বই শতাংশ বাঙালি হয়তো জানেই না বিএনএস এই বিষয়ে বিগত চার বছর থেকে লড়াই করছে ও ফল স্বরূপ গত বছর দশ হাজার দিতে বাধ্য হয়েছে আসাম সরকার এটা আংশিক সফলতা মাত্র। এদিন উপস্থিত ছিলেন বারিন্দ্র কুমার দাস, সুমন দে, দেবাংশু চক্রবর্তী, স্বপন দেব, ধ্রুব চক্রবর্তী সহ অন্যান্যরা।

দুর্গাপুজোয় সরকারি ৫০ হাজার অনুদানের দাবি বাঙালি নবনির্মাণ সেনার
দুর্গাপুজোয় সরকারি ৫০ হাজার অনুদানের দাবি বাঙালি নবনির্মাণ সেনার

Author

Spread the News