মদ্যপ ছেলেকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা, ধৃত বাবা
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : শিবসাগরে নৃশংস হত্যাকাণ্ড ঘটল। ঔরসজাত ছেলেকে খুন করলেন এক বাবা। ঘটনাটি সংঘটিত হয় কোঁয়রপুরের তেপরথল গোহাইগাঁওয়ে ভোররাতে। অবৈধ মদের জন্যই বাবার হাতে প্রাণ হারালো ছেলে।
রমেন বরুয়া তার ছেলে দিপু বরুয়াকে তার শয়নকক্ষে ছুরিকাঘাত করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই নিহত হন দিপু। ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। দিপু দীর্ঘদিন ধরে মদ খেয়ে পরিবারকে বিরক্ত করত বলে অভিযোগ। গত রাতে মদপান করে এসে পরিবারে অশান্তি সৃষ্টি করেছিল। বাবা মাঝরাতে ঘুমন্ত অবস্থায় তার গলায় ছুরি দিয়ে আঘাত করেন। নিহত ব্যক্তি মহিষ পালনকারী ছিলেন।
রমেন বরুয়ার বাবা তার অত্যাচারী ছেলেকে হত্যা করার জন্য অনুশোচনা করেন না। ঘাতকের বাবা হত্যার কথা স্বীকার করেছেন।