স্মার্ট মিটারের বিরুদ্ধে করিমগঞ্জে এপিডিসিএল কার্যালয় ঘেরাও কংগ্রেসের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : স্মার্ট মিটার ব্যবহারের ফলে অত্যাধিক বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জন্য দিশেহারা রাজ্যবাসী। সরকার তথা বিদ্যুৎ বিভাগের মনগড়া কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ জনগণ। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অভিযোগ এনে স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্যজুড়ে চলছে তীব্র আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে করিমগঞ্জের বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ করেন শহর মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা। এদিন জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস মণ্ডল কংগ্রেসের কর্মী ছাড়াও সাধারণ গ্রাহকরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন।

রাজ্য ও কেন্দ্র সরকারের স্মার্ট মিটার প্রতিস্থাপন করার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে পরিবেশ সরগরম করে তুলেন আন্দোলনকারীরা। তারা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার জোট সরকারের স্মার্ট মিটার নীতির তীব্র সমালোচনায় মুখর হন। এদিনের প্রতিবাদি কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাদাত আহমেদ চৌধুরী আহমেদ সামিল, শহর ব্লক কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, সেবাদলের চেয়ারম্যান সন্দীপ নন্দী, এনএসইউআই জেলা সভাপতি সুভম দাস, যুব কংগ্রেসের রাজন চৌধুরী, ভিকি কুরী  মহিলা কংগ্রেস হেনা বেগম প্রমুখ।

স্মার্ট মিটারের বিরুদ্ধে করিমগঞ্জে এপিডিসিএল কার্যালয় ঘেরাও কংগ্রেসের
স্মার্ট মিটারের বিরুদ্ধে করিমগঞ্জে এপিডিসিএল কার্যালয় ঘেরাও কংগ্রেসের

Author

Spread the News