পাথারকান্দিতেও অরুণোদয় ৩.০ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : গোটা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার কেন্দ্রেও অরুণোদয় ৩.০ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হল বৃহস্পতিবার। এ উপলক্ষে পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা নাচঘরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কর্তৃক এই অভিলাষী প্ৰকল্পের সূচনার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সভায় কয়েক সহস্ৰাধিক জনগণ উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রীর সম্প্রচার অনুষ্ঠান সমাপ্তির পর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী এক নতুন পদক্ষেপ গ্ৰহণ করেছেন গোটা রাজ্যে একটি রেশন কার্ড একটি অরুণোদয় হবে।তাই বিধায়ক উপস্থিত বিভিন্ন সমবায় কর্তৃপক্ষের প্রতি উদ্দেশ্য করে বলেন যাতে নিয়ম মোতাবেক শীঘ্রই হিতাধিকারীদের রেশন কার্ড প্রদানের ব্যবস্থা করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বিধায়ক বলেন, যেহেতু বর্তমানে পঞ্চায়েত সমিতি নেই তাই প্রত্যেক ওয়ার্ড থেকে চারজন সমাজসেবী নির্বাচন করে কমিটি বানিয়ে অরুণোদয় ও রেশন কার্ড হিতাধিকারী চয়ন প্রক্রিয়া গ্রামসভার মাধ্যমে করা হবে। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী যা বলেন তা কাজে পরিণত করেন।
পাথারকান্দি আগামী ২ অক্টোবর থেকে উপজেলা হিসাবে ঘোষণা করা হবে। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপন করেন বিধায়ক। ইচাবিলে নতুন ভাবে একটি সাব স্টেশনের শিলান্যাস হবে কিছু দিনের মধ্যে বলেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারকান্দি সার্কল অফিসার বলীন বাবা বালারী, পাথারকান্দি ও লোয়াইরপোয়া উন্নয়ন খন্ড আধিকারিক এবং পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লক মণ্ডলের সভাপতিদ্বয় মাণিক্য সিনহা হৃষিকেশ নন্দী প্রমুখ।