সিপিএমের রাজ্য সম্পাদক পদে ফের সুপ্রকাশ

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : ফের সিপিএমের অসম রাজ্য সম্পাদক পদ হলেন সুপ্রকাশ তালুকদার। মঙ্গলবার রাজ্য সম্মেলনের শেষদিনে সুপ্রকাশ তালুকদার সম্পাদক মনোনীত করে ৫০ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়া তিনজনকে বিশেষ আমন্ত্রিত সদস্য ও ৬ জনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৩ জনের সম্পাদকমণ্ডলী নির্বাচিত করা হয়। সম্পাদকমণ্ডলীতে দুই নয়া মুখ নির্বাচিত হয়েছেন। বরাক উপত্যকার একমাত্র সদস্য নির্মল দে-কে বাদ দেওয়া হয়েছে। রবিবার গুয়াহাটি মহানগরের ফান্সিবাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের চরে জাহাজঘাটে বিশাল সমাবেশের মাধ্যমে দলের ২৪তম আসাম রাজ্য সম্মেলন শুরু হয়। ওইদিন বিকেলে মহানগরের পাঞ্জাবাড়ি এলাকার শিল্পগ্রামে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সম্মেলনে দর্শক প্রতিনিধি সহ মোট ৩৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ সম্পাদকীয় প্রতিবেদনের উপর ৬৭ জন প্রতিনিধি আলোচনা করেন৷ রাজ্যে বিজেপি সরকারকে উৎখাত করা, বিধানসভায় বামপন্থীদের প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি করতে সিপিএমের শক্তিবৃদ্ধি ঘটানো, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও বড়ো স্বায়ত্তশাসিত পরিষদ নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা ও বাম গণতান্ত্রিক শক্তিকে জয়ী করার উপর আলোচনায় জোর দেন প্রতিনিধিরা৷ তৃণমূল স্তরে পার্টিকে আরও মজবুত করার উপর গুরুত্ব আরোপ করা হয়৷ আগন্তুক দিনে লড়াই সংগ্রাম পরিচালনায় ২১টি প্রস্তাব গৃহীত হয়েছে। সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও প্রাক্তন সাংসদ নীলোৎপল বসু। সম্মেলন উপলক্ষে শিল্পগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সিপিএমের রাজ্য সম্পাদক পদে ফের সুপ্রকাশ

Author

Spread the News