আরবিএসকে-র অধীনে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শিবির

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (আরবিএসকে) কর্মসূচির অধীনে সোমবার কাটলিছড়া খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু, কিশোর-কিশোরীদের এক বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে শিবিরের উদ্বোধন করেন হাইলাকান্দির জেলার অ্যাসিস্টেন্ট কমিশনার জানানডি লাংতাসা। শিবিরে দুই শতাধিক কিশোর-কিশোরী সহ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত শিবিরে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রূপকুমার দেব, ইএনটি বিশেষজ্ঞ ডাঃ অমলান জ্যোতি নাথ, অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট আনওয়ার হুসাইন, অপথালমিক অ্যাসিস্টেন্ট মণীষকান্তি দাস, ডাঃ পৃথ্বীরাজ শর্মা, ডাঃ মনীষা চক্রবর্তী বনিক, ডাঃ মমিনুর ইছলাম আকন্দ, ডাঃ দেবব্রত দাস প্রমুখ অংশ নিয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

কাটলিছড়া হাসপাতালে অনুষ্ঠিত মাল্টি স্পেশালিটি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলার রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কো-অর্ডিনেটর অবনী কলিতা, কাটলিছড়া বিপিএইসির বিপিএম দিপঙ্কর চন্দ,  ব্লক ফার্মাসিস্ট জিয়াউর রহমান, ব্লক অ্যাকাউন্টস ম্যনেজার নৃপেন্দ্র চন্দ্র দাস প্রমুখ। চিকিৎসা শিবির পরিচালনায় সহযোগিতা করেন চন্দ্রজীত শইকিয়া, এন এম দিপা শর্মা, শুক্লা নাথ মজুমদার, ফার্মাসিষ্ট ফারুক আহমেদ প্রমুখ। এদিন ১০৮ অব্যাম্বুল্যান্স পরিষেবার মাধ্যমে কাটলিছড়া স্বাস্থ্য খণ্ডের বিভিন্ন এলাকার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শনাক্ত হওয়া রোগীদের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসেন চিকিৎসাকর্মী, স্কুলশিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী সহ অভিভাবকরা।

আরবিএসকে-র অধীনে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শিবির

উল্লেখ্য, আরবিএসকের অধীন জন্ম থেকে ১৮ বছর পর্যন্ত  শিশু ও কিশোর কিশোরীদের জন্মগত ত্রুটি, বয়োসন্ধিঃ, হৃদয়, চোখ, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, চর্মরোগ, দন্তরোগ সহ ৪৪ টি রোগের চিকিৎসা করা হয়। হাইলাকান্দি জেলায় চারটি স্বাস্থ্যখণ্ডে ৮ টি আরবিএসকে-র মোবাইল মেডিক্যাল টিম রয়েছে।এদিকে, লালা, আলগাপুর ও কালীনগর স্বাস্থ্য খন্ডে আরবিএসকে কর্মসূচির অধীনে ১টি করে মাল্টি স্পেশালিটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে জন্ম থেকে ১৮ বছর পর্যন্ত  শিশু ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

আরবিএসকে-র অধীনে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শিবির
আরবিএসকে-র অধীনে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শিবির

Author

Spread the News