রাধাপ্যারী জিপির সভাপতি অঞ্জনা ও সহ-সভাপতি সুজিত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ জুলাই : লোয়াইরপোয়া ব্লকের অধীন  নবগঠিত রাধাপ্যারী গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় আনুষ্ঠানিক সভা, যেখানে সর্বসম্মতিক্রমে সভানেত্রী পদে নির্বাচিত হলেন অঞ্জনা বর্ধন এবং সহ-সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সুজিত দাস।

পাথারকান্দি সার্কেলের এটাচ সিও অদিতি নুনিসা নবনির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বাস্তুকার সমরজিৎ খেরসা, জিপি সচিব প্রিয়ব্রত দেব এবং হৃষিকেশ নন্দী। তাঁদের উপস্থিতি গোটা প্রক্রিয়াকে করেছে আরও সুচারু ও প্রাতিষ্ঠানিক।

নবনির্বাচিত সভানেত্রী ও সহ-সভানেত্রীর উদ্দেশে দায়িত্বশীল নেতৃত্ব প্রদানের আহ্বান জানানো হয় এবং স্বচ্ছ, গণমুখী প্রশাসনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এদিনের সভা কেবলমাত্র নেতৃত্ব নির্বাচনেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল জনসেবার প্রতি প্রতিশ্রুতির নবসূচনা।

সভা শেষে লোয়াইরপোয়া মণ্ডল কার্যালয়ে নবনির্বাচিতদের সংবর্ধনা জানানো হয় এক আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে। মণ্ডল সভানেত্রী সম্পা রানি চৌধুরী তাঁদের হাতে ফুল ও উত্তরীয় তুলে দিয়ে অভিনন্দন জানান এবং বলেন, “রাধাপ্যারীর মতো গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের নেতৃত্বে যোগ্য ও উৎসাহী প্রতিনিধিদের পেয়ে আমরা আশাবাদী। এই নেতৃত্ব অবশ্যই এলাকাবাসীর আস্থা অর্জন করবে।”

গ্রামবাসীদের মধ্যে এই নির্বাচনের ফলাফল ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও আশার আলো। উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

Author

Spread the News