রোটারিয়ান ডাঃ রজত দেব ও লায়ন রাজু ভৌমিককে নেতাজি ছাত্র যুব সংস্থার অভিনন্দন
বরাক তরঙ্গ, ১ জুলাই : আন্তর্জাতিক স্তরের সেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ও লায়ন্স ক্লাব ইন্টারনেশনাল এর প্রতি বছর ১ জুলাই থেকে নতুন বর্ষ শুরু হয়। আজ ১ জুলাই নেতাজি ছাত্র যুব সংস্থার অন্যতম উপদেষ্টা চিকিৎসক রজত দেব রোটারি ক্লাব গ্রেটার শিলচর এর সভাপতি ও সংস্থার অন্যতম সক্রিয় সদস্য লায়ন রাজু ভৌমিক লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাধারণ সম্পাদক দিলু দাস, সহ সভাপতি ননী গোপাল দেব, কোষাধ্যক্ষ অনুপ দেব, সাংগঠনিক সম্পাদক বাপ্পী আচার্য, যুগ্ম সম্পাদক বুরান মজুমদার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। নেতাজি ছাত্র যুব সংস্থার কর্মকর্তারা মনে করেন তাঁদের নেতৃত্বে দুই টি ক্লাব সামাজিক কর্মকাণ্ডে এলাকায় বিশেষ ভূমিকা পালন করবে।