লোয়াইরপোয়া জিপির সভাপতি  বর্ণালী ও সহসভাপতি ঝর্ণা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ জুলাই : লোয়াইরপোয়া গ্রাম পঞ্চায়েতে  সর্বসম্মতিক্রমে বর্ণালী সিনহা সভানেত্রী ও সহ-সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ঝর্ণা বৈদ্য। উপস্থিত সদস্যদের নিরঙ্কুশ সমর্থন এবং ঐক্যমতের ভিত্তিতে এই নির্বাচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি সার্কুলের এটাচ সিও, অদিতি নুনিসা। তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান এবং তাঁদের প্রতি স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিপি সচিব নবেন্দু ভট্টাচার্য, লোয়াইরপোয়া ব্লকের সহকারী বাস্তুকার সমরজিৎ খেরসা এবং স্বপন দাস, যাঁরা গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা এবং পর্যবেক্ষণ করেন।

নবনির্বাচিত সভানেত্রী ও সহ-সভানেত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন লোয়াইরপোয়া ব্লক মণ্ডলের সভানেত্রী সম্পারানি চৌধুরী। তিনি বলেন, “এটি কেবল একটি নির্বাচন নয়, এটি জনসেবার এক নতুন অধ্যায়ের সূচনা। আশাকরি নতুন নেতৃত্ব উন্নয়নমূলক কাজে নতুন গতিপ্রদান করবেন।”

Author

Spread the News