মহারাষ্ট্রে কোম্পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভাঙ্গারপারের যুবকের
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : মহারাষ্ট্রে কোম্পানিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে মৃত্যু ঘটল দক্ষিণ ভাঙ্গারপারের আবজল হোসেন মজুমদার (২৬) নামে এক যুবকের। জানা গেছে, মঙ্গলবার আবজলের মৃত্যুর খবর নিজ বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়।
দিনমজুর রহিম উদ্দিন মজুমদারের ছেলে আবজল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। এমনকি, মরদেহ বাড়িতে আনার মত সম্বল নেই পরিবারের। তাই নিজ সন্তানের মরদেহ বাড়িতে এনে শেষ দেখা দেখতে সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন হত আবজলের পরিবার।