জাতীয় চিকিৎসক দিবস ও জাতীয় সিএ দিবসে সংবর্ধনা শিলচর ভ্যালি ভিউ এর
বরাক তরঙ্গ, ১ জুলাই : জাতীয় চিকিৎসক দিবস ও জাতীয় সিএ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এর সদস্যরা বিভিন্ন অঞ্চলে চিকিৎসক দের সম্মানিত করে তাঁদের নিরলস সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ সমবুদ্ধ ধর তথা এমডি. ডাঃ তনুশ্রী গুপ্ত কে সম্মাননা প্রদান করেন ক্লাব সদস্যা মিনারা বেগম। বিশিষ্ট সরকারি চিকিৎসকদ্বয় ডাঃ মাফরুজা বেগম ও ডাঃ মইনুল ইসলাম বড়ভূইয়াকে সম্মাননা জানান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সায়েদ আহমেদ বড়ভূইয়া।

অন্যদিকে, ক্লাবের সাধারণ সম্পাদক অনুপ রায় ডাঃ প্রাঞ্জল নাথ ও ডাঃ কেশব পাটিকরের হাতে সম্মাননা তুলে দেন সভানেত্রী বন্দিরা ত্রিবেদী রায় ও সহ-সম্পাদিকা দু’জনে জেকে আরসি অ্যাসোসিয়েটস এর কর্ণধার সিএ জয়রাজ কৈরীকে উনার অফিসে গিয়ে সম্মানিত করেন অবশেষে ক্লাব কার্যালয়ে ক্লাব সদস্য ডাঃ অনুপ রায়কে সম্মানিত করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, ক্লাব সদস্যা অনিতা সিং ও নন্দা রায় প্রমুখ।
