বাজারিছড়ায় একই রাতে পর পর ছয়টি দোকানে চুরি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১১ মে : ফের চুরির ঘটনা ঘটল বাজারারিছড়া বাজারে। শুক্রবার রাতে বাজারিছড়া থানা থেকে ঢিল ছুড়া দূরত্বে থাকা বাজারিছড়ায় একই রাতে পর পর ছয়টি দোকানে চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেলো নগদ অর্থ সহ মুল্যবান সামগ্রী। জানা গেছে, শুক্রবার শেষ রাতে বাজারিছড়ার কালাছড়া বাজারে থাকা একটি মুদির দোকান ও একটি ইলেকট্রিক মটোর পার্টসের দোকান সহ আরও একটি পোল্ট্রি মুরগী ফার্মে তালা ভেঙে নিশিকুটুম্বের দল

দোকানে প্রবেশ করে বিভিন্ন দ্রব্য সামগ্রী সহ ক্যাশ বাক্স থাকা নগদ অর্থ হাতিয়ে নেয় চম্পট দিতে সক্ষম হয়। শনিবার সকালের দোকান যখন মালিকেরা তাঁদের দোকান খোলতে আসেন তখন তাদের নজরে পড়ে দরজার তালা ভাঙা রয়েছে। এতে তাদের বোঝতে আর অসুবিধা হয়নি যে দোকান চুরি হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেও বাজারিছড়া বাজারে তিনটি দোকানে চুরি কাণ্ড সংঘটিত হয়ে ছিল। এছাড়াও পরবর্তীতে কালাছড়া নেতাজি পল্লী কালীবাড়ির প্রণামী বাস্ক ভেঙে চোরেরা হাতিয়ে নিয়ে যায় প্রাণামীর অর্থ। স্থানীয়দের জনগণের  কথায় বাজারিছড়া থানা চত্বর থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্ব অতিক্রম করলে বাজারিছড়া বাজারের প্রাণকেন্দ্র তেমাথায় পৌঁছা যায়। আর ওই এলাকায় দু’দিন পর পর চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এতে বাজারের স্থায়ী ব্যাবসায়ীরা স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

Author

Spread the News