মুখ্যমন্ত্রীর জন্মদিনে পূজার্চনা নিউ শিলচর যুব মোর্চার
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পূর্ণ করলেন ৫৬ বছর। আজ তাঁর জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে পূজা অর্চনা করল নিউ শিলচর যুব মোর্চা। শনিবার মণ্ডল সহ-সভাপতি শিবা দেব বলেন, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্তের রূপকার মুখ্যমন্ত্রী ড. হেমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে সর্বশক্তিমান দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা হয়। প্রার্থনা করা হয় রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি বিকাশের স্বপ্ন সার্থক করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা।
তিনি বলেন, বিকাশের এই যাত্রায় যুব সমাজ প্রতিজ্ঞাবদ্ধ। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাফল্যের সঙ্গে বিকাশ ও ভবিষ্যৎ স্বপ্ন পূরণ পূরণ হবে। এ দিন উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চা সদস্য অংশুমান রায়, সাধারণ সম্পাদক ঋতুরাজ চক্রবর্তী, সম্পাদক সুস্মিতা পাল, জেলা মহিলা মোর্চার নেত্রী মনিকা গুপ্তা, এপি সদস্যা উমা সূত্রধর সহ মোর্চার সব কর্মকর্তা।

