বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা, অসমে হচ্ছে ইউরিয়া প্ল্যান্ট

১ ফেব্রুয়ারি : অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা। কৃষিতে উৎপাদনশীলতা কম হওয়ায় নানারকম শস্য ফলানোর দিকে নজর সরকারের। সেচের প্রতি নজর। সেচ ব্যবস্থা চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ধন-ধান্য যোজনার দিকে আরও কৃষককে জুড়তে হবে। ৬ বছরের প্রকল্প নিচ্ছি ডাল উৎপাদনে আত্মনির্ভর হতে পারি। তৈলবীজ উৎপাদনেও জোর দেওয়া হবে। মৎস্য উৎপাদনে আমরা দ্বীতিয়। এর জন্য আলাদা ইকোনমিক জোন।

অর্থমন্ত্রী জানালেন বিহারে মাখানা বোর্ড তৈরি হবে। মাখানার জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। এ ছাড়া উচ্চ উৎপাদনশীল বীজে জোর দেওয়া হচ্ছে। বলেন, মৎস উৎপাদনে আমরা সারা পৃথিবীতে দ্বিতীয়। আর তুলা চাষিদের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাতে তারা সামনে এগোতে পারে।

তিনি বলেন, সরকার ৩টি ইউরিয়া প্ল্যান্ট তৈরি করবে পূর্ব ভারতে। হবে অসমে একটি। কিষাণ ক্রেডিট কার্ড ৩ থেকে বৃদ্ধি করে ৫ লক্ষ করা হয়েছে। ১০০টি জেলা ধন-ধন্য প্রকল্পের সুবিধা পাচ্ছে। প্রধানমন্ত্রী ধন-ধন্য কৃষি প্রকল্পের পরিধি প্রসারিত করা হবে। দুগ্ধ ও মৎস্য চাষের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।
ফল ও সবজির জন্য বিশেষ পরিকল্পনা। সরকার তুর, উড়াদ এবং মসুর ডালের উপর জোর দিচ্ছে বলেও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা, অসমে হচ্ছে ইউরিয়া প্ল্যান্ট
বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা, অসমে হচ্ছে ইউরিয়া প্ল্যান্ট

Author

Spread the News