কার্যালয়ের শূন্য পদ পূরণের দাবিতে শিলচরে বিক্ষোভ এআইডিওয়াইও’র
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের শূন্য পদ পূরণ, বেকারদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য রাজ্যে শিল্প কারখানা স্থাপন, কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বেকারদের বেকার ভাতা প্রদান, চা শ্রমিক সহ অন্যান্য সমস্ত বিভাগে অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরী নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় জেলা কমিটি বিক্ষোভ প্রদর্শন করল। বুধবার থেকে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অঞ্জনকুমার চন্দ, সহ-সভাপতি পরিতোষ ভট্টাচার্য, সুজিতকুমার আকুড়া, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, রাজ্যের প্রায় ত্রিশ লক্ষ বেকার কর্মসংস্থানহীন হয়ে হতাশায় ভুগছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন সরকারি কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদ পূরণের জন্য যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল তাতে এগারো লক্ষাধিক বেকার যুবক যুবতী মাত্র কয়েক হাজার পদের জন্য পরীক্ষায় বসে। এতে বোঝা যায় যে রাজ্যের বেকারত্বের সমস্যা কতটুকু গভীরে। তাঁরা বলেন, কাজের সন্ধানে যে সব যুবকযুবতী দিশেহারা হয়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে সেখানেও মিলছে না উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ। একদিকে রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নিকরণ ও অন্যদিকে রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের লক্ষ লক্ষ শূন্য পদে বছরের পর বছর ধরে নিয়োগ না করায় বেকাররা কর্মসংস্থানের ন্যূনতম সুযোগও পাচ্ছে না। এমতাবস্থায় প্রয়োজন রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য কার্যালয়ে সমস্ত শূন্যপদে নিয়োগ ও নতুন নতুন শিল্প স্থাপন। অথচ রাজ্যের শিল্প স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ, কাঁচামাল ও জায়গা থাকা সত্ত্বেও শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে শিল্প প্রতিষ্ঠান স্থাপন হচ্ছে না। রাজ্যের চা শিল্পের বেশির ভাগ শ্রমিক কর্মচারীদের চাকুরী অন্যান্য সরকারি বিভাগের ন্যায় অনিয়মিত। ফলে অনিশ্চিত ভবিষ্যত নিয়ে তারা জীবন যাপন করছে।
বিক্ষোভ শেষে রাজ্যের প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ের শূন্য পদ অবিলম্বে পূরণ, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যে রাজ্যে শিল্প কারখানা স্থাপন, চা শ্রমিক সহ অন্যান্য বিভাগে অস্থায়ী ভাবে কর্মরতদের চাকরি নিয়মিতকরণ করা ইত্যাদি দাবি সম্বলিত একটি স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জেলা আয়ুক্ত মারফত প্রদান করা হয়।