লাইফ জ্যাকেটই বাঁচালো ৬০ জন পূণ্যার্থীকে

১ ফেব্রুয়ারি : বারাণসীতে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার মানমন্দিরের কাছে আচমকাই গঙ্গার ওপরে ৬০ জন যাত্রীকে নিয়ে ডুবে গেল নৌকা। চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে থাকা এনডিআরএফের দল সঙ্গে সঙ্গে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করে দিয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে, এদিনের নৌকা ডুবির ঘটনায় এখন কোন প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন ৬০ জন পূর্ণার্থীকে নিয়ে মান মন্দিরে যাচ্ছিল একটি নৌকা। আর সেই সময় আচমকাই দুই নৌকার মধ্যে শুরু হয় সংঘর্ষ। তাতেই উল্টে যায় পূর্ণার্থী বোঝাই নৌকাটি। শুরু হয় উদ্ধার অভিযান। ৬০ পূর্ণার্থীরা ছিলেন ওড়িশার বাসিন্দা। তারা আসছিলেন মান মন্দিরে পুজো দিতে আর তখনই গঙ্গার ওপরে ঘটে নৌকা ডুবি। তবে প্রতিটি পূর্ণার্থী লাইফ জ্যাকেট পড়েছিল বলে এদিন বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে।

লাইফ জ্যাকেটই বাঁচালো ৬০ জন পূণ্যার্থীকে
লাইফ জ্যাকেটই বাঁচালো ৬০ জন পূণ্যার্থীকে

Author

Spread the News