করিমগঞ্জ জেলার চারটি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের খসড়া প্রকাশ
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার চারটি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত (জিপি), আঞ্চলিক পঞ্চায়েত (এপি) ও জেলা পরিষদ (জেডপিসি) এর ডিলিমিটেসনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা টাস্ক ফোর্স টিম। ওই ডিলিমিটেসন খসড়া সম্পর্কে মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সভা কক্ষে এক সাংবাদিক বৈঠক সম্মেলনে খসড়ার বিস্তারিত তুলে ধরতে গিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, করিমগঞ্জে কুড়িটি জেলা পরিষদের
জায়গায় ১৬ টি করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী একটি বিধানসভায় চারটি জেলা পরিষদ এলাকা থাকতে হবে সেই মতে করিমগঞ্জ জেলায় চারটি বিধানসভার ১৬ টি জেলা পরিষদ করা হয়েছে।
একই সঙ্গে তিনি জানান, ডিলিমিটেসন খসড়া সম্পর্কে আপতি থাকলে লিখিত আবেদন করতে হবে আগামী তিনদিনের মধ্যে। এতে প্রতিটি বিধানসভায় এলাকায় একজন করে অতিরিক্ত জেলা আয়ুক্ত দায়িত্বে আছেন তারা বিষয়টি দেখবেন।করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহি আধিকারিক লক্ষ্মীন্দন সাহারিয়া বলেন, ইতিমধ্যে আমরা বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য প্রতিটি সার্কল বা ব্লকে পাঠিয়ে দেওওয়া হয়েছে। এতে দাবি আপত্তি সময়ের মধ্যে করার আহ্বান জানিছেন নাগরিকদের কাছে।