হাইলাকান্দিতে পঞ্চায়েতের ড্রাফ্ট ডিলিমিটেশন প্রকাশ

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : আটটি জেলা পরিষদের আসন, পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত এবং ৬২টি জিপি নিয়ে হাইলাকান্দির পঞ্চায়েত ড্রাফট ডিলিমিটেসন মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনের সভাপতি তথা জেলা আয়ুক্ত এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করেন। খসড়া অনুযায়ী ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা চক্রের চারটি জেলা পরিষদের আসন এবং ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা আসনের অধীন আরও চারটি জেলা পরিষদের আসন রাখা হয়েছে। হাইলাকান্দি বিধানসভা আসনের অন্তর্গত জেলা পরিষদের আসন গুলি হল কাটলিছড়া, বরুণছড়া-বিলাইপুর, রাজ্যেশ্বরপুর এবং কালীনগর।

আলগাপুর-কাটলিছড়া বিধানসভা আসনের অধীন জেলা পরিষদের আসন গুলি হল সাউথ হাইলাকান্দি, রামচণ্ডী, বাউয়ারঘাট-রাঙ্গাউটি এবং আলগাপুর। এই খসড়া সম্পর্কে রিপ্রেজেন্টেশন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। ১৯ সেপ্টেম্বর সব স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে। ২২ সেপ্টেম্বর সব ধরনের রিপ্রেজেন্টেশন সাজেশন অবজেকশন সরর্টিং করা হবে। ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট লেভেল বিধানসভা চক্র অনুসারে শুনানি অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর মডিফিকেশন এর কাজ করা হবে। ২৭ সেপ্টেম্বর ফাইনাল নোটিফিকেশন জারির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে ডিলিমিটেশন কমিশনের মেম্বার সেক্রেটারি জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর, দুই এডিসি রক্তিম বরুয়া এবং অমৃত পারবোসা অংশ নেন।

হাইলাকান্দিতে পঞ্চায়েতের ড্রাফ্ট ডিলিমিটেশন প্রকাশ
হাইলাকান্দিতে পঞ্চায়েতের ড্রাফ্ট ডিলিমিটেশন প্রকাশ

Author

Spread the News