ডিলিমিটেসনে : শিলচর ও সোনাইয়ে কমল জিপি

বাড়ল উধারবন্দ ছাড়া বাকি ৫টি কেন্দ্রে____

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত (জিপি), আঞ্চলিক পঞ্চায়েত (এপি) ও জেলা পরিষদ (জেডপিসি) এর ডিলিমিটেসনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা টাস্ক ফোর্স টিম। মঙ্গলবার জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকায় বড়খলা, কাটিগড়া, লক্ষীপুর ও ধলাইয়ে জিপি বৃদ্ধি পেয়েছে। কমেছে সোনাই ও শিলচর কেন্দ্রে। ডিলিমিটেশন অনুযায়ী বড়খলা বিধানসভা কেন্দ্রে আগে ছিল ২১টি জিপি থেকে ৩০টি জিপি হয়েছে। অনুরূপভাবে ধলাই ছিল ২৭টি বর্তমানে ৩০টি করা হয়, কাটিগড়ায় একটি জিপি বেড়েছে। ২৫ থেকে ২৬টি জিপি হয়েছে। লক্ষীপুরে ২৬ থেকে ৩১টি করা হয়। শিলচর বিধানসভা কেন্দ্রে আগে ছিল ১১ জিপি খসড়া তালিকায় রয়েছে ৫টি। সোনাইয়ে ২৪ থেকে কমিয়ে ১৮টি জিপি করা হয়েছে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রে যথারীতি ২২টি জিপি বহাল রয়েছে।

জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা জানিয়েছেন ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে জনগণ তাদের আপত্তি বা অভিযোগ জানাতে পারবেন জেলা পরিষদ সিও কার্যালয়ে। ডিডিসি লেভেল অপিসার ২৩-২৫ সেপ্টেম্বর শুনানির ব্যবস্থা করবেন। ২৭ সেপ্টেম্বর ফাইনাল ড্রাফট পাঠিয়ে দেবেন।

ডিলিমিটেসনে : শিলচর ও সোনাইয়ে কমল জিপি
ডিলিমিটেসনে : শিলচর ও সোনাইয়ে কমল জিপি

Author

Spread the News