মসজিদ চত্বরে কোনও নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

২৯ নভেম্বর : উত্তরপ্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদে সমীক্ষা সংক্রান্ত বিষয়ে স্থানীয় নিম্ন আদালত আর কোনও নতুন নির্দেশ জারি করতে পারবে না। শুক্রবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দেয়। এই রায়ের মাধ্যমে ৮ জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনও নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, শাহি জামা মসজিদ কমিটিকে ৮ জানুয়ারির মধ্যে এই বিষয়ে ইলাহাবাদ হাই কোর্টে আবেদন করতে হবে। আদালতের বক্তব্য অনুযায়ী, মসজিদ সংক্রান্ত সমীক্ষার বিষয়ে যেসব তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, সেগুলো মুখবন্ধ খামে জমা দিতে হবে। এই নির্দেশ দেওয়ার মাধ্যমে শীর্ষ আদালত পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা এড়াতে চেয়েছে।

সম্প্রতি শাহি জামা মসজিদে সমীক্ষার কাজ নিয়ে স্থানীয় আদালতের নির্দেশ বিতর্কের কেন্দ্রে ছিল। মসজিদ চত্বরে কীভাবে এবং কতটা সমীক্ষার কাজ হবে, তা নিয়ে মসজিদ কমিটি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে মতানৈক্য তৈরি হয়। মসজিদ কমিটি দাবি করে যে, এই ধরনের সমীক্ষা মসজিদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের শামিল।

স্থানীয় নিম্ন আদালত আগের নির্দেশ অনুযায়ী সমীক্ষার অনুমতি দিলেও সুপ্রিম কোর্ট সেই কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয়। শীর্ষ আদালতের মতে, এই সমীক্ষার কাজ যতদিন পর্যন্ত হাই কোর্টের রায় না আসে, ততদিন পর্যন্ত স্থগিত থাকবে।

মসজিদ চত্বরে কোনও নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

Author

Spread the News