মেডিক্যাল ও সিভিল হাসপাতালের উন্নয়নে জেলা প্রশাসনের সঙ্গে মউ স্বাক্ষর পাওয়ার গ্রিডের

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সিভিল হাসপাতালের পরিষেবার উন্নতির জন্য এগিয়ে এল পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড কর্পোরেশন তাদের কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির অধীনে জন্য ৩ কোটি ৯০ লক্ষ টাকা দেবে হাসপাতাল গুলোতে। বৃহস্পতিবার জেলা আয়ুক্ত কার্যালয় এব্যাপারে প্রশাসনের সঙ্গে মউ স্বাক্ষর করে পাওয়ার গ্রিড কর্পোরেশন।

এতে উপস্থিত ছিলেন কাছাড়ের ডিডিসি রাজীব রায়, পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড শিলচর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার সুপ্রিয় পাল, জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত, চিকিৎসক ঋতুরাজ ঠাকুরিয়া সহ অন্যান্যরা। রাজীব রায় জানান, এই বরাদ্দ অর্থ থেকে ৯৯ লক্ষ টাকা খরচ করা হবে শিলচর সিভিল হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা উন্নতির ক্ষেত্রে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা উন্নতির ক্ষেত্রে খরচ হবে ১ কোটি ৮১ লক্ষ টাকা। এছাড়া জেলার গ্রামীণ স্বাস্থ্য-পরিসেবা উন্নতির ক্ষেত্রেও এই টাকা থেকে কিছুটা অংশ ব্যবহার করা হবে।  তিনি এজন্য পাওয়ার গ্রিড কর্পোরেশনকে ধন্যবাদ জানান।

মেডিক্যাল ও সিভিল হাসপাতালের উন্নয়নে জেলা প্রশাসনের সঙ্গে মউ স্বাক্ষর পাওয়ার গ্রিডের

কর্পোরেশনের পক্ষ থেকে সুপ্রিয় পাল বলেন, ‘আমাদের সামাজিক দায়বদ্ধতার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই সমাজে স্বাস্থ্যপরিসেবা আরও উন্নত হোক এবং এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সিভিল হাসপাতাল। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের লোকেরা সরকারি হাসপাতালে তাদের অসুস্থ সদস্যদের নিয়ে আসেন। এসব প্রতিষ্ঠানকে উন্নত করতে সরকার যথেষ্ট কাজ করছেন এবং আমরা তাদের খানিকটা সহায়তা করতেই এগিয়ে এসেছি। আমাদের এই সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’

Author

Spread the News