দিল্লিতে এআইডিএসও-র সর্বভারতীয় সম্মেলন, রওয়ানা বরাকের প্রতিনিধিরা

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : আগামী ২৭-২৯ নভেম্বর তিনদিন ব্যাপী দশম সৰ্বভারতীয় ছাত্ৰ সম্মেলনের আয়োজন করছে ছাত্র সংগঠন এআইডিএসও। নয়া দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিচ্ছেন কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও থেকে সব মিলিয়ে ৩৮ জন প্রতিনিধি। রবিবার বদরপুর থেকে তিন জেলার প্রতিনিধিরা রওয়ানা দেন।

স্টেশনে সংগঠনের কাছাড় জেলা সম্পাদক স্বপন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে তিনদিন ব্যাপী সর্বভারতীয় সম্মেলন। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক চমনলাল, সংগঠনের প্ৰাক্তন সৰ্বভারতীয় সভাপতি অরুণ কুমার ও বৰ্তমান সভাপতি ভিএন রাজশেখর। পরদিন ২৮ নভেম্বর তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্ৰতিনিধি সম্মেলন। সেখানে বিভিন্ন দেশের সংগ্ৰামী ছাত্ৰ নেতারা তাদের নিজ দেশের ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরবেন। এছাড়াও তাঁরা আমাদের দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেবেন। প্রতিনিধি সভায় আইআইটি মুম্বাইয়ের প্ৰাক্তন অধ্যাপক রাম পুনিয়ানী, মেঘালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ওয়াণ্ডেল পাসা, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য অধ্যাপক জমির উদ্দিন সাহ, জেএসএস টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য অধ্যাপক এল জহর নেশন, হিমাচল প্ৰদেশের কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য অধ্যাপক নভনীত শৰ্মা, স্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতা ও প্ৰাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল প্রমুখ বক্তব্য রাখবেন।

সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্ধৃতি প্রদর্শনী, চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন যথাক্রমে বিশিষ্ট কবি গৌহর রাজা, জেএইউ এর প্ৰাক্তন অধ্যাপক অরুণ কুমার ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন অধ্যাপক নন্দিতা নারায়ণ।

এছাড়াও বিভিন্ন আন্দোলনের ফটো প্ৰদৰ্শনীর উদ্বোধন করবেন জেএনইউ প্ৰাক্তন অধ্যাপক সচ্ছিদানন্দ সিনহা। প্ৰতিনিধি সম্মেলনের অন্তিম দিনে বক্তব্য রাখবেন এআইডিএসও’র প্ৰতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও এসইউসি আই (সি) দলের সাধারণ সম্পাদক প্ৰভাস ঘোষ।

Author

Spread the News