বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা রোপণ জয় রাধে সেবা সমিতির
বরাক তরঙ্গ, ৫ জুন : ‘কিপ কাম অ্যান্ড সেভ দ্য আর্থ!’ ‘সবুজ পরিবেশই আপনার মন চিরসবুঝ রাখতে পারে।’ মূলত এই কথা গুলোকে কাজে লাগিয়ে বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জয় রাধে সেবা সমিতি পক্ষে নিউ শিলচর অঞ্চলে গাছ লাগানো হয়ে। সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা মৌসুমী অধিকারী, দুই যুগ্ম সম্পাদক আমিরকুমার দাস ও মৃণাঙ্ক সাহা ও প্রচার সচিব অর্জুন পাল।
এ দিন মেহেরপুর কাঁঠাল রোড থেকে ডিভাইডারের দুপাশে লোহার ফ্রেম লাগানো হয়েছে তার ভিতরের জায়গা গুলো অনেক দিন থেকে ফাঁকা ছিল। সেই জায়গাতে তারা আজ বৃক্ষ রোপন করে এবং তারা তাদের সমিতির নামের বোর্ড সেখানে লাগিয়ে সেই গাছ গুলো দেখা সোনার দায়িত্ব গ্রহণ করে।