চার কৃতী শিক্ষককে সংবর্ধনা লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : চার কৃতী শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করল লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান।বৃহস্পতিবার অর্থাৎ আজ শিক্ষক দিবসে উপত্যকার ৪ জন কৃতি শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপনের শিক্ষক দিবস উদযাপন করল লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান। ক্লাবের সভাপতি লায়ন্স শঙ্কর পালের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তথা এই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কে এন নয়নচাঁদ সিংহ, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য তথা আসাম সরকারের জলসিঞ্চন বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিভাগীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার কে এম গোপাল সেনা রাজকুমার।
অনুষ্ঠানে যে চারজন কৃতী শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে তারা হলেন, বদরপুরের এন সি কলেজের অধ্যক্ষ মুর্তজা হুসেইন, উধারবন্দের কেবিজেআর মেমোরিয়াল এইচ এস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শুব্রেন্দু পুরকায়স্থ, রংপুরের ড. বি সি রায় মেমোরিয়াল অ্যাকাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণচন্দ্র দাশ এবং উধারবন্দের জগন্নাথ সিং কলেজের অধ্যাপক গঙ্গেশ ভট্টাচার্য। শিলচর প্রেমতলার রেনুকা রিজেন্সির কনফারেন্স হলে অনুষ্ঠিত এই শিক্ষক দিৱসের সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স শর্বাণী গোস্বামী এবং এতে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য কর্মকর্তা সহ সদস্য সদস্যাবৃন্দ।