মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হল। অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের ঘোষিত সময়সূচী অনুসারে পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে হাইস্কুল লেভিং সার্টিফিকেট পরীক্ষার প্রাকটিকাল পরীক্ষা ২১ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু এক্স হ্যান্ডেলে ঘোষণা করার পাশাপাশি রুটিন পোস্ট করেন।
পরীক্ষা দু’টি সিফ্টে পরীক্ষা হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম সিফ্ট পরীক্ষা হবে। বেলা ১-৩০ থেকে বিকেল ৪-৩০ মিনিটে শেষ হবে। প্রথম দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।